হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নৌকার প্রচারণায় অংশ নেওয়ার বিএনপি নেতাকে শোকজ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সম্পাদক এনামুল হক নতুন স্বাক্ষরিত নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

অভিযুক্ত আব্দুল ওহাব মণ্ডল গাবতলী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান। 

নোটিশে বলা হয়েছে, আব্দুল ওহাব মণ্ডল দলীয় কার্যক্রম ছাড়াও উপজেলা বিএনপির পরপর তিনটি সভায় অংশ গ্রহণ করেননি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের প্রচারণায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এতে আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তকে জবাব দিতে বলা হয়েছে। 

তবে আব্দুল ওহাব অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইনি। গাবতলীতে বিএনপির মধ্যে গ্রুপিং রয়েছে। আমি সেই গ্রুপিংয়ের শিকার।’ 

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। উপজেলা বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী