হোম > সারা দেশ > রাজশাহী

আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে বিএনপির নাম দিচ্ছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, হরতাল-অবরোধের সময় আওয়ামী লীগের লোকজন গাড়িতে আগুন দিচ্ছে। এরপর বিএনপির নামে এসব চালানো হচ্ছে। আজ মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 

মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রতিরাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ রেইড দিচ্ছে। গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা বাড়িছাড়া হয়ে আছেন। তারপরেও রেহাই মিলছে না। এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ 

মিনু অভিযোগ করেন, গত ২৮ অক্টোবরের পরে এই অবৈধ সরকার বিএনপির প্রায় ২৪ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এক হাজার জনকে নির্যাতন করে পঙ্গু করেছে এবং ১০০ জনকে হত্যা করেছে। রাজশাহীতে ১ হাজার ৮৮৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান