হোম > সারা দেশ > পাবনা

ভুয়া ম্যাজিস্ট্রেট সন্দেহে তিনজন আটক

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত অবস্থায় প্রতারক সন্দেহে তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপণিতে জরিমানা করে টাকা আদায়কালে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহেদি হাসান (১৯)। আটক ব্যক্তিরা বগুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁদের থানায় রাখা হয়েছে। আটকের সময় তাঁদের সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৫ ৯১০৬) পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপপরিচালক পরিচয় দিয়ে তারা অভিযানে নামে। তাঁরা ভুয়া ম্যাজিস্ট্রেট পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তাঁরা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়। তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করছেন। 

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপসহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ও করেন। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাঁকে জানান, পরে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে বিষয়টি নিশ্চিত করবেন যে আটককৃতরা ভুয়া কিনা। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, তাঁদের বিষয়ে নিশ্চিত হলে এবং ওই সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে। 

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক