হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একনিজ ফিড মিল এলাকায়। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে শেরপুর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল রঙের হাফপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একনিজ ফিড মিলের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের ঝলসে যাওয়া দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল