হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একনিজ ফিড মিল এলাকায়। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে শেরপুর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল রঙের হাফপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একনিজ ফিড মিলের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের ঝলসে যাওয়া দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক