হোম > সারা দেশ > রাজশাহী

সোয়া কোটি টাকার সম্পদের তথ্য গোপন: দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক ও তাঁর স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজশাহীর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান পৃথক দুটি মামলা করেন।

আসামিরা হলেন রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক আব্দুল্লাহ আল বসির ও তাঁর স্ত্রী তানিয়া জামান। মামলায় তাঁদের বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৭০ টাকা মূল্যের বেশি স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, তানিয়া জামান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ লাখ ১২ হাজার ৯৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা জানান। তবে দুদকের অনুসন্ধানে তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৮ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। স্বামীর সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে ৩১তম বিসিএসে নিয়োগের অভিযোগে তাঁর বিরুদ্ধে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মামলা করে। ওই মামলায় সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে।

আজ বুধবার বিকেলে পাঠানো দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই মামলাটি বর্তমানে বিচারাধীন। আর জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে তানিয়া জামান চৌধুরীকে সম্প্রতি সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।

এ ছাড়া আব্দুল্লাহ আল বসিরের দুদক রাজশাহী জেলা কার্যালয়ে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৭৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়েছিল। তবে দুদক অনুসন্ধান চালিয়ে দেখেছে, তাঁর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে সম্পদ অর্জিত হয়েছে। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৯০ লাখ ৯১ হাজার ২৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত