হোম > সারা দেশ > রাজশাহী

জীবিত হওয়ার আশায় ঘুরছেন ৪ মৃত ব্যক্তি!

প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাটে ৪ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে নাম মৃতদের তালিকায় রয়েছে। ফলে তাঁরা সরকারের নানাবিধ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় জীবিতদের তালিকায় নাম ওঠাতে তাঁরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন।  

ডেটাবেইসে নাম থাকা মৃত ৪ ব্যক্তিরা হলেন-উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল (২৮), পরানপুর গ্রামের হাজেরা বেগম (৮৪), হাবিবপুর গ্রামের আমান উল্লাহ (৭০) ও ডাকরা গ্রামের শাহানাজ পারভিন (৫০)। 

উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৪ জনের তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত ১১ মে রাজশাহী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা। 

এ বিষয়ে হাজেরা বেগম উপজেলার পরানপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন। বেঁচে থেকেও মৃত বৃদ্ধা হাজেরা বেগম নামে ভোটার তালিকায় নাম রয়েছে।

ফলে ২০২০ সালের জুলাই থেকে তাঁর ভাতা বন্ধ রয়েছে।

কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত। 

হাজেরা বেগমের মতো বাকি তিনজনের একই অবস্থা। তাঁরা ভাতা, করোনাকালীন সময়ের সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারছেন না। তাঁরা নির্বাচন কমিশনের ডেটাবেইসে নিজেদের জীবিত প্রমাণ করতে পারলে তবেই আবার সকল সুবিধা ফিরে পাবেন বলে জানানো হয়েছে। 

এ বিষয়ে চারঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হয়তো কোনো ভুল বশত নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ৪ জনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাঁদের আবেদনগুলো পাঠিয়েছি।  

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪ জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশসহ আবেদনপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়েছে। 

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা