হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দলনেতাসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলাহাট কল্যাণপুর গ্রামের বাবুল হাজির চাতাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। 

গ্রেপ্তারক্রতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার শরিফুল ইসলামের ছেলে কিশোর গ্যাং দলের নেতা রায়হান আলী (২৮), একই মহল্লার জাক্কার আলীর ছেলে নাহিদ হাসান (২৬), লাখেরাজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রাতুল ইসলাম (২০) ও কল্যাণপুর মহল্লার সেলিম শেখের ছেলে ফজর শেখ (১৯)। 

অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, শুক্রবার রাত ১০টার দিকে বাবুল হাজির চাতালের পশ্চিম পাশের ধান সেদ্ধ করা চেম্বারের নিচে কিশোর গ্যাং গ্রুপের বেশ কয়েকজন সদস্য গাঁজা সেবন করছিল। খবর পেয়ে র্যাব ক্যাম্পের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের প্রধান রায়হান আলীসহ চারজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছ থেকে একটি ক্ষুর, একটি প্লাস্টিকের হাতলযুক্ত ফোল্ডিং চাকু, দুই পুরিয়া ওজনের ২ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের কলকি, দুটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন তাঁরা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের দায়ের করা মামলায় কিশোর গ্যাং সদস্যদের আদালতের মাধম্যে কারাগারে পাঠানো হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত