হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ৫ শিক্ষার্থী বহিষ্কার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপজেলার গুজিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করেন। যার মাধ্যমে বাইরে থেকে আশা প্রশ্নের উত্তর খাতায় লেখার খবর পাওয়া য়ায়। এমন তথ্য পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রের কক্ষগুলোতে তল্লাশি চালান। এ সময় ৫ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ১১ কক্ষ পরিদর্শককে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। 

তিনি বলেন, ‘এ ছাড়া দায়িত্ব অবহেলার কারণে ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিএনপিপন্থী শিক্ষকের ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম