হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশিন নারীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন পর্দানশিন নারীরা। ছবি: আজকের পত্রিকা

মুখমণ্ডলের সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয়, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন পর্দানশিন নারীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশিন নারী সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পর্দানশিন নারীরা বলেন, ‘শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশিন নারীরা বৈষম্যের শিকার। ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশিন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে মুখমণ্ডল খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশিন নারীরা এসব ‘হেনস্তার’ অবসান চান।

তাঁরা আরও বলেন, পর্দানশিন নারীদের জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তাঁরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত। অনেক পর্দানশিন নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বিধবা বা অন্য পর্দানশিন নারীরা জাতীয় পরিচয়পত্রের অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না। বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। তাঁদের তিন দফা দাবি হলো—গত ১৬ বছর যারা পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করেছেন, তাঁদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশিন নারীদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তা অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার অধিকার দিতে হবে। পর্দানশিন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে। নারীর ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চান তাঁরা।

মানববন্ধন শেষে এসব দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন নারীরা।

স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা উচ্চপর্যায়ে জানানো হবে। পরে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার