হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ বন্দর ট্রাক পার্কিংয়ে চাঁদাবাজি বন্ধের দাবি চার সংগঠনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রোববার দুপুরে সোনামসজিদে যৌথভাবে সংবাদ সম্মেলন করে বন্দরের সঙ্গে যুক্ত চারটি সংগঠনের নেতারা। ছবি: আজকের পত্রিকা

সোনামসজিদ স্থলবন্দরের কয়লাবাড়ী ট্রাক পার্কিংয়ে লাল পতাকা টাঙিয়ে অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বন্দরের সঙ্গে যুক্ত চারটি সংগঠন। তারা চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

রোববার (২২ জুন) দুপুরে সোনামসজিদে যৌথভাবে সংবাদ সম্মেলন করে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ ট্রাক মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক সমন্বয় কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কয়লাবাড়ী ট্রাক পার্কিংয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতি ট্রাক থেকে ১৬০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে।

এতে আরও বলা হয়, চাঁদা আদায়ের বিরুদ্ধে বন্দরসংশ্লিষ্ট সংগঠনগুলো সোচ্চার হলে উল্টো তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ওই ট্রাক সংগঠনগুলো।

সংগঠনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, কয়লাবাড়ী পার্কিং এলাকায় চাঁদাবাজি বন্ধ না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর কবির, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম এবং শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ বন্দরের বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক