হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঢাকাগামী ট্রেন। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে গন্তব্যে রওনা হচ্ছে।

জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ চাকরি করেন ঢাকায়। আজ শনিবার সকালে তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছেন। 

সৈয়দপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘এমনিতেই ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তার পরও কষ্ট করে ছাঁদে উঠেছিলাম। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন আক্কেলপুর রেলস্টেশনে আটকে আছি। রোদ ও গরমে ট্রেনের ছাঁদে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’ 

আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার বলেন, ‘পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে রয়েছে।’

আজ শনিবার সকাল ১০টায় আজকের পত্রিকাকে খাদিজা আকতার জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। দেড় ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা