হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঘুষ চাওয়ার অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরকে গণধোলাই

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে রাজি না হলে ব্যবসায়ীদের জেল জরিমানার ভয় দেখান। এতে ব্যবসায়ী ও হাটের লোকজন উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন।

ধামাইচ হাটের হোটেল ব্যবসায়ী রায়হান আলী বলেন, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রায়ই বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।

মসলা ও তেল বিক্রেতা আনিসুল হক বলেন, আমার দোকানে এসে স্যানিটারি ইন্সপেক্টর পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন। 

অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পণ্যের গুণগত মান যাচাই করতে গিয়েছিলাম। আমি কখনোই ঘুষ দাবি করিনি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খবর পেয়ে ধামাইচ হাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় তাঁদের নিয়ে যান। 

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জামাল মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী