জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের বিভিন্ন থানায় দায়ের করা ১০৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় জব্দ করা সাড়ে ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীত রঞ্জন বিশ্বাস এ সময় উপস্থিতি ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল লতিফ খান, সদর কোর্ট পুলিশের পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট উপপরিদর্শক রিয়াজুল ইসলাম প্রমুখ।