হোম > সারা দেশ > রাজশাহী

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরের সপুরা গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে জানাজার সময় আত্মীয়স্বজনদের কান্না-আর্তনাদে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বেলা ৩টা ২০ মিনিটে সেনানিবাসের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে ভাড়া বাসায় তৌকিরের মরদেহ নেওয়া হয়।

বাড়ির সামনে অসংখ্য মানুষ ভিড় করেন। কিছু সময় মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স রেখে সেটি জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য।

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, আত্মীয়স্বজন ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পাইলট তৌকির ইসলামের বাবা তহুরুল ইসলামের আহাজারি।

পাইলট তৌকিরকে শেষবারের মতো দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, বোনসহ তাঁর স্বজনেরা।

রাজশাহীর সপুরা গোরস্তানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সমাহিত করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর