হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ভাইয়ের মৃত্যু

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

ওমর ফারুকের বাড়ি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সৎবোনের গায়েহলুদের অনুষ্ঠান শেষে বাড়ির একটি বৈদ্যুতিক ফ্যান ঠিক করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় ওমর ফারুক। বিদ্যুতায়িত হয়ে সে বাড়ির বারান্দায় ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। মাথার পেছনে প্রায় চার আঙুল গভীর ক্ষত হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সৎবোনের বিয়ের আয়োজনও। দুই পরিবার পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

নিহত ওমরের দাদি মোছা. মর্জিনা খাতুন বলেন, ‘আমার নাতি খুব পরিশ্রমী ছিল। গায়েহলুদের মতো আনন্দের দিনে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’

কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম বলেন, ছোট বোনের গায়েহলুদের রাতে বড় ভাইয়ের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি খুব ভদ্র ও ভালো ছিল। আজ মঙ্গলবার সকালে বাজার ভদ্রঘাট পূর্ব খানপাড়া ঈদগাহ মাঠে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত