হোম > সারা দেশ > নাটোর

জোড়া লাগা মৃত যমজদের দেখে যা বললেন চিকিৎসক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

ওকে শফিক

এডিট : মৌসুমী/ ২১১১

ট্যাগ:

মেটা : পরিচালক ডা. আনছারুল হক ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের দেখে মনে হয়েছে, তারা যেন মায়ের পেটে একে অপরকে আঁকড়ে ধরে ছিল।

ছবি : প্রতীকি

ছবি ক্যাপ :

ক্যাটা: সারা দেশ, রাজশাহি

নাটোরের বড়াইগ্রামে এক প্রসূতি জোড়া লাগা মৃত যমজ সন্তান প্রসব করেছেন। তাদের চার পা আলাদা থাকলেও মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো ছিল। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার বনপাড়ার একটি হাসপাতালে মৃত অবস্থায় এই যমজের জন্ম হয়।

ওই প্রসূতির নাম জরুফা খাতুন (২৪)। তিনি বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী। তাঁর গর্ভকাল ছিল ৭ মাস ২৮ দিন। এই দম্পতির সাত বছর বয়সী এক মেয়েসন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুফা খাতুন গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রাম করে হাসপাতালে চিকিৎসক নিশ্চিত হন, ওই নারীর গর্ভে যমজ শিশু রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম হয়। তাঁর যমজ সন্তানের মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। চার পা আলাদা থাকলেও চার হাত পরস্পরকে জড়িয়ে ধরা অবস্থায় ছিল।

আমেনা হাসপাতালের পরিচালক ডা. আনছারুল হক বলেন, এ রকম জোড়া লাগানো শিশুর জন্মের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। জীবিত থাকলে তা আলাদা করারও সুযোগ থাকে। হয়তো কোনোটা সফল হয়, কোনোটা সফল হয় না। জোড়া লাগানো যমজ ছিল কন্যাশিশু। তবে ইমম্যাচিউরড হওয়ায় তাদের মৃত্যু হয়। ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের দেখে মনে হয়েছে, তারা যেন মায়ের পেটে একে অপরকে আঁকড়ে ধরে ছিল।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন