হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রায়গঞ্জে ট্রাকচাপায়-ইজিবাইক দুর্ঘটনায় ২ জন নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-ইজিবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টায় রায়গঞ্জের পুরোনো বগুড়া সড়কের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর কবরস্থানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে দিনেশ কুমার সরকার (৩৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোঁচা গ্রামের গোপীনাথ হালদারের ছেলে মানিক কুমার হালদার (৫০)। আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের সুকুমারের ছেলে নিমাই চন্দ্র (২৫) ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢলডঙ্গর গ্রামের মৃত গৌর মালোর ছেলে গোসাই মালো (৪২)। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাক বিপরীতমুখী মাছবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়। 

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান ঘটনাস্থল থেকে ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড