হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রায়গঞ্জে ট্রাকচাপায়-ইজিবাইক দুর্ঘটনায় ২ জন নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-ইজিবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টায় রায়গঞ্জের পুরোনো বগুড়া সড়কের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর কবরস্থানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে দিনেশ কুমার সরকার (৩৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোঁচা গ্রামের গোপীনাথ হালদারের ছেলে মানিক কুমার হালদার (৫০)। আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের সুকুমারের ছেলে নিমাই চন্দ্র (২৫) ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢলডঙ্গর গ্রামের মৃত গৌর মালোর ছেলে গোসাই মালো (৪২)। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাক বিপরীতমুখী মাছবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়। 

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান ঘটনাস্থল থেকে ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর