হোম > সারা দেশ > রাজশাহী

বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধাও মারা গেলেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার রাতে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এমএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে আয়নাল মাতুব্বর (৪৫) এবং এমএস কলোনি এলাকার বাড়িতে থাকা ৬৫ বছরের নারী ফাতেমা বেগম।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তাঁর বাড়িতে বিদ্যুতের সংযোগ না থাকায় এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে যান। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় ওই বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাঁকে রক্ষার চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন।

বিষয়টি টের পেয়ে রিকশাচালক আয়নালের সঙ্গে থাকা তাঁর ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজখবর নিয়েছি। মারা যাওয়া ব্যক্তিদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা হচ্ছে। তাঁরা কোনো অভিযোগ করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন