হোম > সারা দেশ > রাজশাহী

অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (১৯)। 

বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুরের পরবভনীপুর ও শাজাহানপুরের নয়মাইল জামালপুরের দুই ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তাদের বাবা মেয়েদের উদ্ধারের জন্য শাজাহানপুর থানায় ও র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এর পরপরই র‍্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধারে অভিযান শুরু করে। 

অভিযানের একপর্যায়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানা এলাকা থেকে অপহরণকারী ইউসুফ আলীকে ও রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, অপহরণকারীরা ওই দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক শাজাহানপুর থেকে অপহরণ করে বগুড়াসহ বিভিন্ন স্থানে আটকে রাখে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছুক্ষণ পরে আসামিদের আদালতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল