বগুড়ায় নাশকতার মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শহরের প্রেসপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজুল হক মঞ্জু বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এবং স্বচ্ছ প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী।
বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, পুলিশে দায়ের করা মামলা মিথ্যা এবং গায়েবি। বিএনপির অসহযোগ আন্দোলনের লিফলেট ছাপানোর অভিযোগে পুলিশ গতকাল সোমবার রাতে প্রেসপট্টিতে মঞ্জুর মালিকানাধীন স্বচ্ছ প্রিন্টিং প্রেসে তল্লাশি করে। এ সময় মঞ্জু প্রেসে ছিলেন না। পরে প্রেসপট্টির একটি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মঞ্জুর প্রেসে তল্লাশি করে লিফলেট পাওয়া যায়নি। তিনি অন্য প্রেস থেকে লিফলেট ছাপিয়ে নিতেন। নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর নামে তিনটি মামলা রয়েছে। সেই মামলায় আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।