হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় কাউন্সিলরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পূর্ব শত্রুতার জেরে রাজশাহীর বাঘায় আবু জাহিদ নামে এক কাউন্সিলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেঁতুলতলায় এ ঘটনা ঘটে।

আবু জাহিদ বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে কাউন্সিলর আবু জাহিদ বাজুবাঘা ইউনিয়ন পরিষদ থেকে একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। তিনি বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে রাব্বি, রিমন, নিলয়, হাসান, মিজানুর, রাজু, সবুজ, শিমুলসহ ৩ / ৪ জন তার গতিরোধ করে। এ সময় তারা অতর্কিত হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে জখম করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত আবু জাহিদ বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত