হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুল, মাসুদ রানা, মো. ইব্রাহিম, মো. শামীম রেজা, মিলন হোসেন, মো. রুনু, মো. রোকনুজ্জামান, রনি ও মেরাজ খোনা।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রাকিব বলেন, জেম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার একটি দূরবর্তী জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়, এ বিষয়ে পুলিশ সুপার কিছু জানাননি।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আজ আদালতে সোপর্দ করা হবে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। 

প্রসঙ্গত, ১৯ এপ্রিল সন্ধ্যায় খায়রুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কেনেন। বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এরপর শনিবার রাতে নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা