হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুল, মাসুদ রানা, মো. ইব্রাহিম, মো. শামীম রেজা, মিলন হোসেন, মো. রুনু, মো. রোকনুজ্জামান, রনি ও মেরাজ খোনা।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রাকিব বলেন, জেম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার একটি দূরবর্তী জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়, এ বিষয়ে পুলিশ সুপার কিছু জানাননি।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আজ আদালতে সোপর্দ করা হবে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। 

প্রসঙ্গত, ১৯ এপ্রিল সন্ধ্যায় খায়রুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কেনেন। বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এরপর শনিবার রাতে নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক