হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান নয়নকে (২৮) হত্যাচেষ্টার মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বেলপুকুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গত রোববার রাতে বেলপুকুর বাজারে ছাত্রলীগ নেতা মাজেদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে হাতুড়িপেটার পাশাপাশি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ নিয়ে যুবলীগ নেতা সুমনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন মাজেদুর। এ মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত করার কাজ চলছে। 

মাজেদুর ও সুমনের বাড়ি পুঠিয়ার মোল্লাজামিরা গ্রামে। সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। সম্প্রতি এক নারীর সঙ্গে সুমনের অশ্লীল ভিডিও ফাঁস হয়। পরে ওই নারী মামলা করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। যুবলীগ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়নি। সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান ভোটে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। রোববার রাতে ফেসবুকে করা এক মন্তব্যের জেরে সুমনের নেতৃত্বে মাজেদুরের ওপর হামলা করা হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী