হোম > সারা দেশ > রাজশাহী

ঢাকার সমাবেশে বগুড়া থেকে যোগ দেবে ১০ হাজার বিএনপি নেতা-কর্মী

বগুড়া প্রতিনিধি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে বগুড়া থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী যোগ দেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। রাজশাহীর সমাবেশ শেষ করে বগুড়ার বেশ কয়েকজন নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া অনেক কর্মী বিভিন্ন কৌশলে পৌঁছে গেছেন ঢাকায়। ৮ ডিসেম্বরের মধ্যে অন্যরাও ঢাকায় গিয়ে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে দলের একাধিক সূত্র। 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ বুধবার পর্যন্ত বগুড়া থেকে এক হাজারের বেশি নেতা-কর্মী ইতিমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। নেতাদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম, গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন এখন ঢাকায় অবস্থান করছেন। তাঁরা ছাড়া বগুড়ার বেশ কিছু নেতার বাসভবন রয়েছে ঢাকায়, তাঁরা রাজশাহীর মহাসমাবেশ শেষে সরাসরি ঢাকায় গিয়েছেন। 

এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল বলেন, ‘ঢাকার সমাবেশে যোগ দিতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। কোনো শোডাউন বা গাড়ির বহর নিয়ে যাওয়া হবে না। বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করেছেন কয়েক দিন আগে থেকেই। পুলিশি হয়রানির ভয়ে নানা কৌশলে বিভিন্ন যানবাহনে এবং বিভিন্ন রুটে তাঁরা ঢাকায় ঢুকেছেন। আমি সোমবারে ঢাকায় পৌঁছেছি। জেলার ১২টি উপজেলা, ১২টি পৌরসভা, ১০৮টি ইউনিয়ন থেকে কমপক্ষে ১০ হাজার নেতা-কর্মী ঢাকার জনসভায় যোগ দেবেন বলে আশা করছি।’ 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে সারা দেশে পরিচিত, এ কারণে শুধু নেতারাই নন, স্বেচ্ছায় অনেক কর্মীও ঢাকায় যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বগুড়া থেকে ১০ হাজারের অধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক