হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে পুলিশ

প্রতিনিধি

সিরাজগঞ্জ: সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর ও করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

আজ শনিবার সকালে শহর ঘুরে দেখা যায় শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়ক গুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবার যানবাহন চলাচলের জন্য বাজার স্টেশন এলাকা থেকে নিউ ঢাকা রোড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক ও বগুড়া রোড চালু রয়েছে।

বাজার স্টেশন চেকপোস্টে দায়িত্বরত সদর থানার এসআই আবু ছাইদ জানান, আমরা মুভমেন্ট পাশ ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। তবে অ্যাম্বুলেন্স ও গুরুতর অসুস্থ রোগীবাহী গাড়ি ছেড়ে দিচ্ছি।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিদ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে।

তিনি আরও বলেন, মানুষ নিজে থেকে সচেতন নয়। এ কারণে শুক্রবার থেকে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। অনেক রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা