হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী, যাত্রীসহ ১০ জন আহত হন।

স্থানীয় বেলাল হোসেন জানান, ‘দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ছাড়া এ বাসের ছয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি বলেন, পাবনা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর কাজ করে।

এ বিষয়ে জানতে চাইলে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে সড়ক থেকে বাস দুটি সরিয়ে মহাসড়কের যানজট মুক্ত করেছি। এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।’

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম