হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতেও সরকারি ওষুধ কারখানা স্থাপনের দাবি

রাজশাহী প্রতিনিধি

বিভাগীয় শহর রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা নির্মাণের দাবি উঠেছে। ‘আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী’ এ দাবিতে মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন কর্মসূচিতে রামেক হাসপাতালকে ১ হাজার ২০০ শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়ায় একটি সরকারি ওষুধ কারখানা আছে। বিভাগীয় শহর রাজশাহীতেও একটি সরকারি ওষুধ কারখানা দরকার। কারণ, এই শহরে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের রোগীরা সেবা নিতে আসেন। এ জন্য রামেক হাসপাতালেরও শয্যা বাড়ানো দরকার। 

তাঁরা আরও বলেন, রাজশাহীতে সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় না বলে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে যান। এতে দেশের টাকা ভারতে চলে যায়। তাই রাজশাহীতেই রাষ্ট্রীয় উদ্যোগে সব ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিকের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহারিয়ার সন্দেশ, কামরান হাফিজ, ফজলে রাব্বী বাদশা প্রমুখ। 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার