হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তাঁদের মধ্যে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিলেন বাবা মো. আশরাফ হোসেন আলিম ও ছেলে আব্দুল্লাহ আল রায়হান। 

স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনে বাবা-ছেলের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। আশরাফ হোসেন আলিম সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেও তাঁর ছেলে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আশরাফ হোসেন আলিম বলেন, ‘আমি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন করতেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ছেলে মনোনয়নপত্র দাখিল করেছে সাপোর্ট হিসেবে।’ 

আব্দুল্লাহ আল রায়হান বলেন, ‘আমি কেবল পড়াশোনা শেষ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার বাবাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিস্থিতি দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

বাবা-ছেলে ছাড়াও গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন ও মোসা. মাহফুজা খাতুন। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. হাসানুজ্জামান নুহু, মো. নজরুল ইসলাম, মো. মোখলেসুর রহমান, মো. দেলওয়ার হোসেন, খাইরুল আলম, ওবাইদুর রহমান ও মো. মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামিমা বেগম, জোহনা খাতুন, শামিমা জাহান, মনিরা, শিরিন আক্তার ও সুলতানা খাতুন। 

গোমস্তাপুর উপজেলার মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৩০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক