রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নাদিরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাদিরার বাবার নাম পাতান আলী। এদিকে বিকেল ৪টার দিকে বজ্রপাতে রিশিকুলের বিলাসী গ্রামে শওকত আলী (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন নাদিরা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিকেলে শওকতও গরু আনতে মাঠে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।