চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বুদ্ধু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহদিপুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত বুদ্ধু উপজেলার ছত্রজিতপুর ইউনিয়নের সাতা ভাইয়া পাড়া এলাকার পাচু মন্ডলের ছেলে।
মৃতের চাচাতো ভাই জাকির আলী বলেন, দুপুরে বুদ্ধসহ তিন-চারজন মিলে নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় বুদ্ধু। পরে স্থানীয়দের সহযোগীতায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ছত্রাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানি ছবি বলেন, বুদ্ধের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছি। মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।