হোম > সারা দেশ > রাজশাহী

বৃদ্ধ কৃষককে পিটিয়ে কারাগারে বাগমারার ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহীর আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে থানা হাজতেই রাখা হয়। পরদিন সকালে আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে নেওয়া নির্দেশ দেন। 

গত রোববার বাগমারার বিষ্ণুপুর গ্রামে শামসুদ্দিন প্রামাণিক (৬২) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। শামসুদ্দিনের জমির পাশেই ইউপি চেয়ারম্যানের ইটভাটা। সেই ভাটার জন্য শামসুদ্দিনের জমি থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে বাধা দেওয়ায় চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা শামসুদ্দিনের ওপর হামলা করেন। পরে শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এ নিয়ে শামসুদ্দিনের ছেলে নাজমুল হাসান ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ