বগুড়ার আদমদীঘি উপজেলার কুশাবাড়ীতে নিজ ঘর থেকে গৃহবধূ জাকিয়া বিবির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠানো হয়েছে।
মৃত জাকিয়া উপজেলার কুশাবাড়ীর ইসাহাক আলীর স্ত্রী।
আদমদীঘি থানার পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল সন্ধ্যায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জাকিয়া। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আদমদীঘি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।