হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারী থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে—এমন খবরে র‌্যাবের দল রাতেই অভিযান চালায়।

অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তল সম্পর্কে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, পিস্তলের গায়ে থাকা বাঁট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার, সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

র‌্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী