হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পথচারীদের বিশ্রামের জন্য রাস্তার পাশে বেঞ্চ নির্মাণ  

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূনিমাগাঁতী ইউনিয়নে এলজি এসপি ৩ (পিবিজি) প্রকল্পের আওতায় ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তার ধারে দৃষ্টি নন্দন টাইলসসহ পাকা বেঞ্চ নির্মাণ করা হয়েছে। জানা যায় পুকুরপাড় থেকে পুঠিয়া বাজার, পুঠিয়া বাজার থেকে ধামাইকান্দি বাজার, ধামাইকান্দি থেকে গয়হাট্টা বাজার, বেতুয়া থেকে ভেংড়ী, পুকুরপাড় থেকে ছয়বেড়িয়া রাস্তাসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার ধারে ১৫টি টাইলস বেঞ্চ নির্মাণ করেন ইউপি চেয়ারম্যান আলামিন সরকার। মূলত রাস্তার পথচারী এবং স্থানীয়দের সুবিধার কথা চিন্তা করেই এগুলো নির্মাণ করা হয়েছে। 

এ বিষয়ে পুঠিয়া গ্রামের বিপ্লব শীল বলেন, এই বেঞ্চ নির্মাণ করায় আমরা অনেক সুবিধা পাচ্ছি। বিশেষ করে প্রচণ্ড গরমের দিনে মাঠে কৃষকেরা যখন কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন গাছের নিচে নির্মাণ করা এই বেঞ্চে একটু বসে বিশ্রাম নিতে পারবে। আবার বিকেল বেলায় চা-স্টলের সামনে নির্মাণ করা বেঞ্চে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বসে চা পান আড্ডায় সময় কাটাতে পারবে।  

পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আলামিন সরকার বলেন, ইউনিয়নবাসীর সুবিধার কথা চিন্তা করেই আমার এই উদ্যোগ।অনেক সময় দুর-দুরান্তের পথচারীরা হেঁটে রওনা হওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তাঁরা এই বেঞ্চে বসে একটু বিশ্রাম নিতে পারবে। এছাড়াও স্থানীয়রা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর