চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদে সাধারণ আসন ও সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন দলিত জনগোষ্ঠীর জনসাধারণ। বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে আজ সোমবার সকালে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএমের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রনয়ণ, বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে হবে। এ ছাড়া পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করতে হবে।
এ সময় বক্তারা দাবি করেন, সব ধরনের সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। এ ছাড়া দলিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমান বাড়াতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শাহজামান আলী, সংগঠনের জেলা শাখার সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক দেবসাগর ঠাকুর, সহসম্পাদক ওরমিতা দাস, সদস্য রিপন দাস প্রমুখ।