রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁদের করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক নাজমা আক্তার।
সহকারী স্বাস্থ্য পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৮৬ জন, নাটোরে ৮৫ জন, জয়পুরহাটে ৪৭ জন, বগুড়ায় ১২৬ জন, সিরাজগঞ্জে ১৩১ জন ও পাবনায় ২৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ৩৮২ জন।