হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে আসামি পালানোর ঘটনায় এবার জেলার প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা কারাগারের কনডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় পাঁচজনকে সাময়িক বরখাস্তের পর এবার কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেলকে প্রত্যাহার করা হয়েছে। কয়েদি পালানোর ঘটনায় দায়ের করা মামলার বাদী তিনি। এদিকে তাঁর স্থলে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া জেলা কারাগারে জেলার হিসেবে বদলি করা হয়েছে। 

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা করাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে জেলার ফরিদুর রহমান রুবেলকে কারা অধিদপ্তরের নির্দেশে রাজশাহী ডিআইজি প্রিজন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’ 

এর আগে চার কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। 

গত ২৬ জুন দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে, বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বগুড়া কারাগার চত্বর পরিদর্শন করে তদন্তকাজ শুরু করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর