হোম > সারা দেশ > রাজশাহী

এমপিও দ্বন্দ্বে অধ্যক্ষ ও শিক্ষকের ওপর আরেক শিক্ষকের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ও শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সমাজকর্ম বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ কামরুজ্জামান এবং ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘কলেজ জাতীয়করণ বিষয়ে পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একটি টিমের সদস্যরা কলেজে আসেন। শুক্রবার বিকেলে কলেজশিক্ষক মিলনায়তনে মাউশি টিমের সদস্যরা ইংরেজি ও বাংলার শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনের ওপর হামলা চালান।’ 

অধ্যক্ষ আরও বলেন, ড. গিয়াস উদ্দিনের ওপর হামলার খবর পেয়ে তিনি সেখানে যান। তাঁকে দেখে আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে তাঁর ওপরও হামলা চালান। এ সময় তাঁর বাঁ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ড. গিয়াস মুখে আঘাত পেয়েছেন। তাঁর মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। 

এ বিষয়ে মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার পরপরই পুলিশ সদস্যদের নিয়ে তিনি কলেজ ক্যাম্পাসে যান। তবে এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত