হোম > সারা দেশ > রাজশাহী

আগাছানাশক ছিটিয়ে স্ত্রীর গমখেত নষ্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বিরুদ্ধে আগাছানাশক ছিটিয়ে তিন বিঘা জমির গমখেত নষ্ট করার অভিযোগ তুলেছেন স্ত্রী রেখা বেগম। এই ঘটনায় তিনি থানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্বামীসহ চারজনের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত সোমবার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে গমখেত নষ্ট করার ঘটনা ঘটে। রেখার স্বামী নকির উদ্দীনের বাড়ি একই উপজেলার শাহবাজপুর গ্রামে।

রেখা বেগম জানান, পারিবারিক কলহে এক বছরের বেশি সময় ধরে তিনি তাঁর বাবার বাড়িতে থাকেন। স্বামী নকির তাঁর কোনো খোঁজ রাখেন না। বাবার জমিতে রেখা বিভিন্ন ফসল চাষাবাদ করেন। সম্প্রতি নকির তাঁকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি দেন।

রেখা বলেন, ‘সোমবার দিবাগত রাতে আমার স্বামী ও তাঁর দু-তিনজন সহযোগী আমার তিন বিঘা গমখেতে আগাছানাশক ছিটিয়েছেন। গতকাল সকালে গিয়ে দেখি ওই জমিতে থাকা গমগাছ পুড়ে গেছে। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় স্বামীসহ আরও তিনজনের নামে থানায় জিডি করেছি।’

নকির উদ্দীন বলেন, ‘স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলেও তার ফসলের ক্ষতি আমি করিনি। কে বা কারা করেছে, তা-ও আমার জানা নেই।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ফসল নষ্ট করার অভিযোগে রেখা নামের এক নারী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী