রাজশাহী থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে এই রুটে বিমান চলাচল শুরু করেছে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমান যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আকাশে ডানা মেলে।
এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে এই রুটে বিমান চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মেয়রের কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রেজভী আহমেদ ভুঁইয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এই রুটের প্রথম যাত্রীদের বিমানে ওঠার আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মেয়র খায়রুজ্জামান লিটনের প্রস্তাবে সাড়া দিয়ে ভ্রমণপিপাসুদের জন্য রাজশাহী-কক্সবাজার বিমান চলাচল শুরু করল নভোএয়ার।
বিমান সংস্থাটি জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি বিমান রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে দুপুর ১২টায়। আবার কক্সবাজার থেকে প্রতি সপ্তাহের রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে একটি বিমান ছেড়ে রাজশাহী এসে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে।