হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে মারধর

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে। 

এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।

এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।

এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।' 

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল