সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির-জামায়াতের ১৪৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী বেশ কয়েকজন নেতাও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম।
থানা-পুলিশ বলছে, সদর উপজেলায় ৩৬ নেতা-কর্মী, রায়গঞ্জে ১৮ নেতা-কর্মী, বেলকুচিতে ২৮ নেতা-কর্মী, উল্লাপাড়ায় ১৩ নেতা-কর্মী, তাড়াশে ১১ নেতা-কর্মী, এনায়েতপুরে ১০ নেতা-কর্মী, শাহজাদপুরে ৯ নেতা-কর্মী, সলঙ্গায় ৭ নেতা-কর্মী, কাজীপুরে ৭ নেতা-কর্মী, চৌহালীতে ২ নেতা-কর্মীসহ ১৪৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জেলাজুড়ে অভিযান চালিয়ে নাশকতার মামলায় ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।’