সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আকবর আলী সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ তথ্যটি নিশ্চিত করে জানান, রাতে রান্ধুনীবাড়ী বাজারে আকবর আলী নামে যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মো. সিদ্দিক আহম্মেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রান্ধুনী বাড়ি বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে গেছে।’