হোম > সারা দেশ > রাজশাহী

ইঞ্জিন বিকল হয়ে সান্তাহারে দেড় ঘণ্টা উত্তরা এক্সপ্রেস বন্ধ ছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১০টার দিকে ইঞ্জিনটি চালু হলে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জাফরপুর স্টেশন পার হওয়ার পর থেকেই ইঞ্জিনের গতি কমে যায়। এতে চালক ধীরগতিতে ট্রেনটি সান্তাহার স্টেশনে নিয়ে আসার চেষ্টা করেন। ট্রেনটি সান্তাহার রেলগেটে পৌঁছালে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এমতাবস্থায় চালক ট্রেনের ইঞ্জিনটি বন্ধ করে দেন। পরে ইঞ্জিনটি সচল করার জন্য সান্তাহার কারিগরি বিভাগের (লোকো) লোকবল আসেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ইঞ্জিনটি চালু না হওয়াই স্টেশনমাস্টার ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি নিয়ে যাওয়ার বার্তা পাঠান।

পরে সান্তাহার লকো প্রকৌশলী সর্বাত্মক চেষ্টা করে ইঞ্জিনটি চালু করে এবং সকাল ১০টার দিকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্যে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রিলিফ ইঞ্জিনটি নাটোরে পৌঁছালে সেখান থেকেই ফেরত পাঠানো হয়। অন্যদিকে ইঞ্জিনটি রেলগেটের ওপর বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা গেট বন্ধ থাকে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ট্রেনের যাত্রীদের পাশাপাশি পথচারীসহ যানবাহনচালকদেরও দুর্ভোগে পড়তে হয়। 

এ বিষয়ে সান্তাহার জংশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, উত্তরা ট্রেনের ইঞ্জিনটি সান্তাহার রেলগেটে এসে বিকল হয়। পরে সান্তাহার লোকো কারিগরি বিভাগের লোকজন মেরামত করে ইঞ্জিনটি চালু করেন। এ সময় ট্রেনটি সকাল ১০টার দিকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে রিলিফ ইঞ্জিনটি নাটোর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক