হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। তিনি ভবানীপুর ইউনিয়নে একটি সেচপাম্প পরিচালনা করেন। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি রোববার দুপুরে ধানখেতে সেচ যন্ত্রের পানিতে গোসল করতে যায়। তখন সেচ মেশিনের মালিক শহিদুল তাকে যৌন নিপীড়ন করেন। পরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যান।

শিশুটির দাদি বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে সেচ যন্ত্রের মালিক শহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড