হোম > সারা দেশ > রাজশাহী

বাম গণতান্ত্রিক জোটের হরতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যেবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস পালিত হরতালে পুলিশ ও আওয়ামী লীগের সদস্যরা হামলা করেছেন। আজ মঙ্গলবার ওই হামলার প্রতিবাদে জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোটের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

দুপুর ১২টার দিকে জয়পুরহাটের চিনিকল সড়ক এলাকায় অবস্থিত বাসদের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভে বক্তারা বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সারা দেশে বাম গণতান্ত্রিক জোট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে হরতাল কর্মসূচি পালন করে। সেই হরতালে আমরা জনগণের সমর্থনও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে যখন গণতান্ত্রিক আন্দোলন হরতাল পালন করছি, তখন এ দেশের পুলিশি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আক্রমণের শিকার হতে হয়েছে। আমরা ওই পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দ্রব্যমূল্যের দাম কমানোরও দাবি জানাচ্ছি। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ। এ সময় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রমজান ইসলাম, জেলা বাসদের সদস্যসচিব সামিউল ইসলাম বাবু, জেলা বাসদের সদস্য উৎপল দেবনাথ প্রমুখ।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী