হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় সন্তানকে বেঁধে রেখে মাকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে। 

এ ছাড়াএ তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর