হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ট্রাস্টি বোর্ডের নির্দেশে ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনিরুল ইসলাম রিন্টু জানান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে ২৫ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রোববার এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তাঁরা। 

এদিকে রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় উপাচার্য এ বি এম রাশেদুল হাসানের বাসভবনে হানা দেন। এ সময় ভুয়া কিছু কাগজপত্র, মদের বোতল ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা