রাজশাহী সীমান্ত থেকে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাব্বির আহমেদ জানান, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কষ্টিপাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলেও জানান তিনি।