হোম > সারা দেশ > রাজশাহী

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে রুয়েটে অবস্থান কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি

রেলওয়ের অব্যবস্থাপনা এবং সহজ ডটকমের কারণে যাত্রী হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আজ শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সুরুজ বলেন, ‘রেল ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে প্রতিবছর ঘাটতিতে চলছে। রেল কর্মকর্তাদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। অনলাইনে টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট সেল হয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ টিকিট পাচ্ছে না। রেলের এসব সমস্যা সমাধান এখন গণমানুষের দাবি। আমরা চাই দ্রুততম সময়ে যেন এসব সমস্যা সমাধান করে রেল খাতকে দুর্নীতিমুক্ত করা হোক।’ 

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের নানা অনিয়ম নিয়ে কয়েক দিন থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তবে তার যৌক্তিক দাবিগুলো এখন অবধি মেনে নেওয়া হয়নি। তাই আমরা অবস্থান নিয়ে তার ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এসব দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার